26 C
আবহাওয়া
৬:২৫ অপরাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে: শিক্ষামন্ত্রী

ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে: শিক্ষামন্ত্রী

ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে: শিক্ষামন্ত্রী

বিএনএ ঢাকা: খুব শিগগিরই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।

মঙ্গলবার(২৪ আগস্ট) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপকমিটির আয়োজনে শোক দিবসের অনুষ্ঠানে  এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

সে সময় দীপু মনি বলেন, সংক্রমণের হার ক্রমেই নিচে নেমে আসছে, এটি সবার জন্য সুখবর। এই নিম্নগতি থাকলে খুব শিগগিরই সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে।

মন্ত্রী বলেন, ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে। কারণ দেশের শ্রেণিকক্ষে শিক্ষার্থীর সংখ্যা পৃথিবীর যেকোনো দেশের তুলনায় বেশি। কারণ এ মহামারিতে সামাজিক দূরত্ব বজায় রাখা গুরুত্বপূর্ণ। শুরু থেকেই সবাই সপ্তাহে ছয়দিন হয়ত ক্লাস করার সুযোগ পাবে না। একটু সময় নিয়ে হবে ।

তিনি বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বৈশ্বিক সংকটের শুরু থেকে নির্দেশনা দিয়েছেন, যাতে শিক্ষার্থীদের শিক্ষাজীবন ব্যাহত না হয়। এখন পর্যন্ত সেটাই করা হচ্ছে। তারা যেনো পড়াশোনায় পিছিয়ে না পড়ে, এজন্য নানা পদ্ধতি অবলম্বন করা হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি অগ্রাধিকার হচ্ছে বলে জানান দীপু মনি।

‘স্মরণে শ্রদ্ধায় ৭৫’ শীর্ষক এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঞ্চসারথী আতাউর রহমানের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ ও আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল। অনুষ্ঠান উপস্থাপনা করেন ডা. নুজহাত চৌধুরী।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ