27 C
আবহাওয়া
৫:৪০ অপরাহ্ণ - নভেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » চবিতে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আহত ২

চবিতে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আহত ২

চবিতে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আহত ২

বিএনএ, চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাখা ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ আগস্ট) বিকালে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এ ঘটনার সূত্রপাত হয়। এতে দুই ছাত্রলীগ কর্মী আহত হয়।

আহতরা হলেন- আজিম হোসাইন বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী এবং দর্শন বিভাগের একই বর্ষের শিক্ষার্থী শরিফ খান। আজিম সিএফসি ও শরিফ বিজয় গ্রুপের কর্মী। সংঘর্ষে জড়িত দুই পক্ষই (বিজয় ও সিএফসি) শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান নওফেলের অনুসারী।

সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় কথা কাটাকাটিকে কেন্দ্র করে বিজয় কর্মী শরিফ খানকে মারধর করে সিএফসি কর্মীরা। ঘটনার জেরে সন্ধ্যার পরে সিএফসি কর্মী আজিমকে মারধর করে বিজয় কর্মীরা। পরে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডি পরিস্থিতি শান্ত করে।

সংঘর্ষের বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল বলেন, বন্ধুদের মাঝে কথা কাটাকাটি নিয়ে ঘটনাটা ঘটেছে। এখন সবকিছু স্বাভাবিক আছে। আমি ক্যাম্পাসের বাইরে, ক্যাম্পাসে এসে বিষয়টি সমাধান করবো।

বিজয় গ্রুপের নেতা মো. ইলিয়াস বলেন, অহেতুক আমাদের এক কর্মীকে মারধর করছে সিএফসির কর্মীরা। প্রশাসনকে এ ঘটনায় জড়িত সিএফসির কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করবো।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর রবিউল হাসান ভূইয়া বলেন, দুই পক্ষের মধ্যে একটু উত্তেজনা সৃষ্টি হয়েছিল। আমরা বিষয়টি সমাধান করছি।

বিএনএনিউজ/নাজমুস,মনির

Loading


শিরোনাম বিএনএ