25 C
আবহাওয়া
৪:১৩ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » নক আউটে উঠা হলোনা কিংসের

নক আউটে উঠা হলোনা কিংসের

মোহনবাগানের সঙ্গে ড্র করছে কিংস

বিএনএ,স্পোর্টসডস্কে : এএফসি কাপে মোহনবাগানের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বসুন্ধরা কিংস। মঙ্গলবার (২৪ আগস্ট) মালদ্বীপের রাজধানী মালের রাশমি ধান্দু স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হয়েছে।

জিতলেই নক আউট পর্বের টিকেট পেত বসুন্ধরা কিংস।কিন্তু ড্র করে সেই কাজটি করতে পারল না বসুন্ধরা কিংস। এক জয় ও দুই ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়ে বিদায় নিল ব্রুসনের দল।

২৮ তম মিনিটে এগিয়ে যায় কিংস। গোলটি আসে জোনাথন ফের্নান্দেস দি সিলভার পা থেকে।

প্রথমার্ধের যোগ করা সময়ে কিংস বড় ধাক্কা খায় ডিফেন্ডার সুশান্ত লাল কার্ড দেখলে। প্রথম দফায় অনেকটা লাফিয়ে বল আটকানোর পর বলের নিয়ন্ত্রণ নিতে যাওয়ার সময় মোহন বাগানের সুভাষের সঙ্গে সংঘর্ষ হয় সুশান্তের। ভি-আর এ দেখা গেছে সুশান্তের চার্জ খুব একটা কড়া ছিল না।

৬২ তম মিনিটের মোহনবাগানকে সমতায় ফেরান ডেভিড উইলিয়ামস । কোলাকুর পাসে বক্সে ফাঁকায় থাকা ডেভিড উইলিয়ামস নিখুঁত প্লেসিং শটে বসুন্ধরার জালে বল জড়ান এই অষ্ট্রেলিয়ান।

শেষ দিকে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে কিংস। কিন্তু গোলের দেখা পায়নি বাংলাদেশ প্রিমিয়ার লীগের চ্যাম্পিয়নরা।

বিএনএ/এমএম

Loading


শিরোনাম বিএনএ