বিএনএ, ঢাকা : গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার আগের ১৫ বছরে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের হামলায় নিহত হয়েছেন, তাদের তালিকা তৈরি করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
সেইসঙ্গে, আওয়ামী লীগ সরকারের নির্দেশে রাষ্ট্রীয় বাহিনীর হাতে যাদের মৃত্যু হয়েছে, তাদেরও তালিকা প্রস্তুত করতে বলেছেন তিনি।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বুয়েটে ছাত্রলীগ নেতাকর্মীদের নির্যাতনে নিহত শিক্ষার্থী আবরার ফাহাদের পরিবারের সঙ্গে দেখা করার সময় প্রধান উপদেষ্টা এই নির্দেশ দেন।
তালিকা তৈরির পর প্রতিটি মৃত্যুর ঘটনা তদন্ত করা হবে বলে জানিয়েছেন বলেও খবরে বলা হয়েছে।
বিএনএনিউজ/এইচ.এম।