27 C
আবহাওয়া
১:৪৭ পূর্বাহ্ণ - জুলাই ২৬, ২০২৫
Bnanews24.com
Home » ৩৬ প্রার্থীর নাম ঘোষণা গণ অধিকার পরিষদের

৩৬ প্রার্থীর নাম ঘোষণা গণ অধিকার পরিষদের


বিএনএ, ঢাকা : আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩৬ আসনে প্রাথমিক প্রার্থী ঘোষণা করেছে গণঅধিকার পরিষদ। বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থী ঘোষণা করা হয়।

ঘোষণা অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি নুরুর হক নুর সংসদীয় আসনঃ ১১৩, পটুয়াখালী -৩ নির্বাচনী এলাকা থেকে নির্বাচন করবেন।  সাধারণ সম্পাদক রাশেদ খান ঝিনাইদহ -২ সংসদীয় আসনঃ ৮২; ফারুক হাসান সহ-সভাপতি- ঠাকুরগাঁও -২ সংসদীয় আসন : ০৪; হাসান আল মামুন  সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সংসদীয় আসনঃ ১৫৮, নেত্রকোনা -২, সদর, বারহাট্টা;

আবু হানিফ উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক সংসদীয় আসন : ১৬২ কিশোরগঞ্জ -১  নির্বাচনী এলাকা: সদর, হোসেনপুর; শাকিল উজ্জামান উচ্চতর পরিষদ সদস্য ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদ সংসদীয় আসন : ১৩১ টাংগাইল – ২ নির্বাচনী এলাকা : গোপালপুর -ভূঞাপুর; হানিফ খান সজিব উচ্চতর পরিষদ সদস্য রংপুর -০১৮; শহিদুল ইসলাম ফাহিম উচ্চতর পরিষদ সদস্য পটুয়াখালী -১; আব্দুজ জাহের নোয়াখালী -০৪;  এ্যাড. নুরে এরশাদ সিদ্দিকী উচ্চতর পরিষদ সদস্য কুড়িগ্রাম -০৩; এ্যাড. আশরাফুল বারী নোমান উচ্চতর পরিষদ সদস্য, হবিগঞ্জ -০৩; এ্যাড. খালিদ হাসেন উচ্চতর পরিষদ সদস্য খুলনা- ০৫; আবদুর রহমান গাজীপুর – ০২; কবীর হোসেন উচ্চতর পরিষদ সদস্য টাঙ্গাইল- ৬; গোলাম সরওয়ার খান জুয়েল সহ-সভাপতি পাবনা-২; মনজুর মোর্শেদ মামুন সভাপতি, বাংলাদেশ যুব অধিকার পরিষদ চট্টগ্রাম -১৪; তোফাজ্জল হোসেন ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক টাঙ্গাইল- ৭; মোহাম্মদ জাহিদুর রহমান সহ-সভাপতি মুন্সিগঞ্জ -১; এড. জাহিদুর রহমান সদস্য সিলেট -৬; মোঃ শফিকুল ইসলাম শফিক সহ-সভাপতি কিশোরগঞ্জ -২; আব্দুল কাদের প্রাইম কক্সবাজার -১; শেখ শওকত হোসেন আইন সম্পাদক ঢাকা -১৯; ইব্রাহিম রওণক সহ-সভাপতি ঢাকা-০৫; কামরুন নাহার ডলি যুগ্ম সাধারণ সম্পাদক চট্টগ্রাম-০৯; মির মোঃ শাহজাহান সহ সভাপতি রাজশাহী -০১; মোঃ সুরুজ্জামান সহ-সভাপতি, গাইবান্ধা জেলা গাইবান্ধা -০৩; সোহাগ হোসাইন বাবু সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক নীলফামারী-০৩; ব্যারিস্টার মহিউদ্দিন ইউসুফ সদস্য বরগুনা-০১; মুনতাজুল ইসলাম সাংগঠনিক সম্পাদক, যুব অধিকার পরিষদ সাতক্ষীরা-০১; ডা. এমদাদুল হাসান আহবায়ক, চট্রগ্রাম দক্ষিণ চট্রগ্রাম -১২; মোঃ ইমরান খান রাসেল শিল্প, বাণিজ্য ও বৈদেশিক বিনিয়োগ বিষয়ক সহ-সম্পাদক, পিরোজপুর -০৩; ওয়াহেদুর রহমান মিল্কি সহ-সভাপতি নারায়ণগঞ্জ -০৩; মিজানুর রহমান ভূঁইয়া আহবায়ক, ঢাকা মহানগর উত্তর ঢাকা-১৩; মোহাম্মদ ইলিয়াস হোছাইন সহ-সভাপতি, মানিকগঞ্জ জেলা মানিকগঞ্জ- ০১; রবিউল হাসান পটুয়াখালী -০৪; নাছরিন আক্তার লাকী চট্রগ্রাম -০৩।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ