14 C
আবহাওয়া
১১:১২ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৩, ২০২৫
Bnanews24.com
Home » বান্দরবানে কেএনএফ’র দুই সদস্য নিহত

বান্দরবানে কেএনএফ’র দুই সদস্য নিহত

বান্দরবানে কেএনএফ’র দুই সদস্য নিহত

বিএনএ, বান্দরবান: বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) দু’জন সদস্য নিহত হয়েছে। বুধবার (২৪ জুলাই) সকালে রুমা উপজেলার সাইকত পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে নিহতদের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তারা জানায়, সকালে গোপন সূত্রে তথ্য পেয়ে ওই এলাকায় কেএনএফ’র একটি আস্তানায় যৌথ বাহিনী অভিযান চালালে এ ঘটনা ঘটে। এই অভিযানে কেএনএফের দুই সদস্য নিহত হওয়ার সাথে বেশ কিছু অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।

গত ২ ও ৩ এপ্রিল রুমা ও থানচি উপজেলায় সোনালী ও কৃষি ব্যাংকের তিনটি শাখায় কেএনএফ সদস্যরা হামলা চালিয়ে অস্ত্র, গুলি ও টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনার পর সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী অভিযান চালাচ্ছে ঐ এলাকায়। অভিযানে এ পর্যন্ত ১১৬ জন কেএনএফ সদস্য আটক হয়েছে।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ