বুধবার (২৪ জুলাই ২০২৪) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পরিস্থিতি স্বাভাবিক হলে কারফিউ তুলে নেয়া হবে। সহিংসতায় পুলিশ ফায়ারিং ওপেন করার পর কতজন মারা গেছে তার হিসাব পাওয়া যায়নি। থানায় মামলাও করতে কেউ আসেনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আপনারাই যখন বলবেন, আমরা স্বস্তি অনুভব করছি, তখনই কারফিউ প্রত্যাহার করা হবে।’এ সময় সহিংসতায় নিহত তিন পুলিশ ও এক আনসার সদস্যের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন মন্ত্রী।নিহতদের প্রত্যেক পরিবারকে এ সময় সরকারের পক্ষ থেকে ২ লাখ টাকা নগদ ও ৮ লাখ টাকার সঞ্চয়পত্র এবং বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে ৫ লাখ টাকার চেক হস্তান্তর করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
পুলিশ তথ্য সংগ্রহ করছে কতজন মারা গেছে