বিশ্ব ডেস্ক: নেপালে অভ্যন্তরীণ ফ্লাইটের এক ছোট বিমান দুর্ঘটনায় পতিত হলে একজন ক্রুসহ ১৭জন যাত্রী নিহত হয়েছে।তবে সৌভাগ্যক্রমে বিমানের পাইলট বেঁচে গেলেন। বুধবার( ২৪ জুলাই, ২০২৪) সকাল সোয়া ১১টায় এ দুর্ঘটনা ঘটে।
খবর সাউথ চায়না মনিংপোস্ট।
খবরে বলা হয়, সৌর্য এয়ারলাইন্সের ফ্লাইটটি পোখারার পর্যটন কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হয়েছিল। কাঠমান্ডু বিমান বন্দর থেকে উড্ডয়নের পরপরই বিমানটিতে আগুন ধরে যায়। নিহতদের মধ্যে একজন বিদেশি রয়েছেন।
নেপালের সামরিক বাহিনী দ্বারা শেয়ার করা দুর্ঘটনার ভিডিওতে দেখা গেছে যে, বিমানের ফুসেলেজটি বিভক্ত হয়ে একটি তুষে পুড়ে গেছে।
নেপালে প্রায়শ: বিমান এবং হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটে।
এসজিএন