বিএনএ, বিশ্বডেস্ক : টুইটারের নতুন লোগো উন্মোচন করেছেন প্রতিষ্ঠানটির সিটিও ইলন মাস্ক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা লিন্ডা ইয়াকারিনো।
সোমবার (২৪ জুলাই) এক টুইটবার্তায় টুইটারের নতুন লোগোটি পোস্ট করে ইয়াকারিনো লিখেছেন, ‘এক্স চলে এসেছে! চলুন এটি করা যাক’।
নতুন লোগো ‘লাইভ’ হয়েছে আজই। পাশাপাশি নীল-সাদা ‘থিম’-এর বদলে টুইটারের নয়া ‘থিম’ এখন কালো।
এদিকে গত রাতেই টুইটারের নয়া ইউআরএল-এর ঘোষণা করেছিলেন ইলন মাস্ক। এবার থেকে টুইটারে যেতে গেলে twitter.com/-এর পাশাপাশি X.com-এও ক্লিক করা যাবে।
উল্লেখ্য, মাইক্রো ব্লগিং সাইট টুইটার কেনার পর থেকে ইলন মাস্ক একের পর এক বদল করেই চলেছেন। এই আবহে গতকালই এক টুইট বার্তায় মাস্ক জানিয়েছিলেন, ‘শীঘ্রই আমরা টুইটার ব্র্যান্ডকে বিদায় জানাব।’
গত বছরের অক্টোবরে মাস্ক বলেছিলেন, ‘এক্স’ অ্যাপ তৈরি করার জন্যই টুইটার কেনা হয়েছে।
বিএনএনিউজ/এইচ.এম/ হাসনাহেনা