25 C
আবহাওয়া
৭:৪১ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বাঘাইছড়িতে মতবিনিময় সভা

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বাঘাইছড়িতে মতবিনিময় সভা


বিএনএ, রাঙামাটি : “নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উপলক্ষে মত বিনিময় সভা করেছে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা মৎস্য অফিস।

সোমবার (২৪ জুলাই) মৎস্য কর্মকর্তার কার্যালয়ে (২৪ হতে ৩০ জুলাই) পর্যন্ত ৭ দিনব্যাপী নানান কর্মসূচি নিয়ে আলোচনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা ও জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির সদস্য সচিব নব আলো চাকমা।

এ সময় নব আলো চাকমা জানান, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বাঘাইছড়িতে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে মাছের পোনা অবমুক্তকরণ, র‍্যালী ও আলোচনা সভা, সফল মৎস্যচাষীদের পুরস্কার প্রদান, প্রান্তিক পর্যায়ে মৎস্যজীবীদের সাথে মতবিনিময়, কাচালং নদীতে মোবাইল কোর্ট পরিচালনা সহ ইত্যাদি।

জাতীয় মৎস্য সপ্তাহের কর্মসূচিতে সকলের অংশগ্রহণ ও উপস্থিতি কামনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা।

বিএনএনিউজ/ কাইমুল ইসলাম ছোটন/এইচ.এম/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ