34 C
আবহাওয়া
১১:৫২ পূর্বাহ্ণ - মে ৪, ২০২৪
Bnanews24.com
Home » বাংলাদেশের জনসংখ্যা কত

বাংলাদেশের জনসংখ্যা কত

বাংলাদেশের জনসংখ্যা

বাংলাদেশের জনসংখ্যা কত, সঠিকভাবে এটা বলা সহজ নয়। দেশে প্রতিবছর ৩২ থেকে ৩৩ লাখ নতুন শিশু জন্ম নেয়। এক বছরে শিশুসহ প্রায় আট লাখ মানুষের মৃত্যু হয়। এ হিসাব অনুযায়ী, দেশে মোট জনসংখ্যার সঙ্গে প্রতিবছর ২৪ থেকে ২৫ লাখ মানুষ যুক্ত হয়।

পরিসংখ্যান ব্যুরোর মতে, ২০২১ সালের ১ জুলাই দেশের জনসংখ্যা ছিল ১৭ কোটি ৩ লাখ ১৭ হাজার ৭৭। সে হিসেবে বর্তমানে দেশের জনসংখ্যা প্রায় ১৭ কোটি ৩০ লাখ হতে পারে।

২৩জুলাই শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশের জনসংখ্যা ১৬ কোটি ৫০ লাখের কিছু বেশি হবে।

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক সাহান আরা বানুর মতে, বাংলাদেশ বিশ্বের অষ্টম জনবহুল দেশ। দেশের জনসংখ্যা ১৮ কোটি।

এর আগে ২০১১ সালের পঞ্চম জনশুমারিতে দেশের জনসংখ্যা ছিল ১৪ কোটি ৯৮ লাখ। ১৯৭৪ সালের প্রথম আদমশুমারিতে জনসংখ্যা ছিল ৭ কোটি ১৫ লাখ।

প্রধানত দুটি উৎস থেকে দেশের জনসংখ্যাবিষয়ক তথ্য-উপাত্ত পাওয়া যায়।

প্রথমত, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) নিয়মিত জনসংখ্যা-সংশ্লিষ্ট নানা তথ্য-উপাত্ত প্রকাশ করে।

দ্বিতীয়ত, পরিবার পরিকল্পনা অধিদপ্তর জনসংখ্যার কিছু তথ্য দেয়। অধিদপ্তর জনসংখ্যা বিষয়ে কাজ করার দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান।

সবশেষ জনশুমারির প্রাথমিক ফলাফল ২৭ জুলাই প্রকাশ করার কথা রয়েছে। এই ফলাফল প্রকাশিত হলে দেশের জনসংখ্যার একটা হিসাব জানা যাবে। বাংলাদেশের জনসংখ্যা এখন কত।

বিএনএনিউজ২৪,জিএন

 

Loading


শিরোনাম বিএনএ