বিএনএ, মৌলভীবাজার : হাকালুকি হাওরে দেখা মিলেছে টর্নেডো বা জলস্তম্ভের। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। শনিবার (২৩ জুলাই) বিকেলে কুলাউড়া, জুড়ী ও বড়লেখা উপজেলা থেকে স্থানীয় ব্যক্তিরা এ টর্নেডো দেখতে পান। তবে এতে ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।
এদিকে প্রথমবারের মত হাওর অঞ্চলের মানুষেরা টর্নেডো দেখে নিজ নিজ মুঠোফোনে তার ভিডিও ধারণ করে, কেউবা লাইভে এসে মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার শুরু করলে ভিডিও ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় হঠাৎ সবাই দেখেন হাওরের ওপরের আকাশ থেকে হাতির শুঁড়ের মতো কিছু একটা হাওরের মাঝখানে নেমে পড়ছে। এরপরই শুরু হয় তুফান আর বৃষ্টি। খুব ভয় পান সকলে। এসময় অনেকে নিজের মুঠোফোনের ক্যামেরায় টর্নেডোর ভিডিও ও ছবি ধারণ করেন।
জাপানের কাইটো বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ের প্রফেসর ড. শি থাইচি হায়াসিসের বরাত দিয়ে সিলেট আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ চৌধুরী বলেন, এটি এক ধরনের টর্নেডো। মূলত টর্নেডোর কারণে এ রকমটি হয়ে থাকে। তবে এ ধরনের ঘটনা সচরাচর কমই দেখা যায়।
বিএনএনিউজ/এইচ.এম।