বিএনএ, বিশ্বডেস্ক : ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১৫ জুলাই শেষ হওয়া সপ্তাহে ৭.৫ বিলিয়ন ডলার কমে ৫৭২ বিলিয়ন ডলার হয়েছে। যা গত ২০ মাসের মধ্যে ভারতের সর্বনিম্ন রিজার্ভ।
রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার বরাত দিয়ে শনিবার (২৩ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
টাইমস অব ইন্ডিয়া বলছে, সর্বশেষ ২০২০ সালের নভেম্বরে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৫৭২ বিলিয়ন ডলার। তারপর ২০২১ সালের অক্টোবরে ৬৪২ বিলিয়ন ডলারে পৌঁছায়। বৈদেশিক মুদ্রার বাজারে স্থিতিশীল রাখতে দেশটির কেন্দ্রীয় ব্যাংক বাজারে ৫০ বিলিয়ন ডলারের বেশি ডলার ছেড়েছে বলে মনে করা হয়।
এদিকে আন্তঃব্যাংক বৈদেশিক মুদ্রার বাজারে ডলারের বিপরীতে ভারতীয় রুপির দর নিয়মিত ওঠা-নামা করছে।
বিএনএনিউজ/এইচ.এম।