20 C
আবহাওয়া
৬:৩০ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » শেখ হাসিনার সফরের প্রতীক্ষায় চীন: লিউ জিয়ানচাও

শেখ হাসিনার সফরের প্রতীক্ষায় চীন: লিউ জিয়ানচাও


বিএনএ, ঢাকা: চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানচাও বলেছেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরের জন্য প্রতীক্ষায় রয়েছে চীন। এ সফর সফল করার জন্য উভয়পক্ষ এখন কাজ করছে। সোমবার (২৪ জুন) হোটেল ইন্টারকন্টিনেন্টালে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

লিউ জিয়ানচাও বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে ৫০ বছরের গভীর বন্ধুত্ব রয়েছে। আমরা দুই দেশই আরও গভীর সম্পৃক্ততা চাই। আগামী দুই সপ্তাহের মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফর করবেন। এ সফরের জন্য আমরা প্রতীক্ষা করছি। সফর সফল করার লক্ষ্যে বাংলাদেশ ও চীনা পক্ষ একযোগে কাজ করছে। অবকাঠামো উন্নয়ন, কৃষি, বাণিজ্য ও বিনিয়োগ ইত্যাদি খাতে দুই দেশই সহযোগিতা বাড়াতে চায়। বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরে এসব বিষয়ে ফল আসবে। সফরকালে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে।

প্রসঙ্গত,প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৮-১১ জুলাইয়ের মধ্যে চীন সফর করবেন। প্রধানমন্ত্রীর চীন সফর সামনে রেখে ২২ জুন দেশটির কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মিনিস্টার লিউ জিয়ানচাওয়ের নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধিদল চার দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসে।

বিএনএনিউজ/রেহানা,ওজি

Loading


শিরোনাম বিএনএ