25 C
আবহাওয়া
৬:৩৩ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » রাশিয়ার দুই শহর ওয়াগনারের দখলে, তেলের ডিপোতে অগ্নিকাণ্ড

রাশিয়ার দুই শহর ওয়াগনারের দখলে, তেলের ডিপোতে অগ্নিকাণ্ড


বিএনএ, ডেস্ক : রাশিয়ার ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনার দেশটির দুটি গুরুত্বপূর্ণ সেনা সদরদপ্তর রোস্তভ এবং ভরোনেজ নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছেে এমনটা দাবি করেছে  তারা ।এমনকি তারা রাজধানী মস্কো থেকে মাত্র ৬ ঘণ্টার  দূরত্বে অবস্থিত  লিপেটস্ক শহরে ঢুকে পড়েছে।

রুশ সামরিক নেতৃত্বকে উৎখাতের হুমকি দিয়ে ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিন জানিয়েছেন, তার বাহিনীর ২৫ হাজার যোদ্ধা ‘মৃত্যুর জন্য প্রস্তুত’ আছেন।

তিনি বলেন, আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং এর শেষ দেখে ছাড়ব। আমাদের এ চলার পথে যা কিছু বাধা হয়ে দাঁড়াবে, তার সবকিছুকে ধ্বংস করে দেব।

এদিকে ওয়াগনারের দখলে থাকা ভরোনেজ অঞ্চলের একটি তেলের ডিপোতে আগুন লাগার ঘটনা ঘটেছে। সেখানের আঞ্চলিক গর্ভনর অ্যালেক্সান্ডার গুসেভ জানান, আগুন নিভাতে শতাধিক কর্মী কাজ করছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, তেলের ডিপোটি থেকে ব্যাপক কালো ধোঁয়া বের হচ্ছে।

অন্যদিকে, শনিবার এক টেলিভিশন ভাষণে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়ার ভবিষ্যৎ এখন হুমকির মুখে। ওয়াগনার গ্রুপের প্রধান ইভজেনি প্রিগোজিনের নাম উল্লেখ না করে তিনি বলেন, কারও কারও উচ্চাকাঙ্ক্ষা ‘তীব্র রাষ্ট্রদ্রোহের’ দিকে যাচ্ছে।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ