19 C
আবহাওয়া
৭:৪৫ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে নিষিদ্ধ ফিলিপ 

অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে নিষিদ্ধ ফিলিপ 


বিএনএ, স্পোর্টসডেস্ক : অবৈধ বোলিং অ্যাকশনের জন্য নিষিদ্ধ হলেন আন্তর্জাতিক ক্রিকেটে। জিম্বাবুয়েতে বিশ্বকাপ বাছাইপর্বে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কাইলের বোলিং অ্যাকশন সন্দেহজন বলে মনে হয় আইসিসির ম্যাচ আম্পায়ারদের।

আইসিসির ইভেন্ট প্যানেলে বোলিং অ্যাকশন অবৈধ প্রমানিত হবার পর আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং থেকে নিষিদ্ধ করা হয় তাকে।

আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, বোলিং অ্যাকশন শুধরে বিশেষজ্ঞ প্যানেলের কাছে পরীক্ষা দেয়ার আগ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ থাকবেন তিনি।

জিম্বাবুয়ের হারারেতে চলমান বিশ্বকাপ বাছাই পর্বে গত ১৮ জুন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যুক্তরাষ্ট্রের প্রথম ম্যাচের পর ২৬ বছর বয়সী ফিলিপের বিপক্ষে সন্দেহজনক বোলিং অ্যাকশনের অভিযোগ আনেন ম্যাচ অফিসিয়ালরা। ঐ ম্যাচে ৫৬ রানে ৩ উইকেট নেন ফিলিপ। ম্যাচটি ৩৯ রানে হেরেছিলো যুক্তরাষ্ট্র।

২০ জুন নেপালের বিপক্ষেও মাঠে নেমেছিলো ফিলিপ। কিন্তু নিষেধাজ্ঞার কারনে নেদারল্যান্ডসের বিপক্ষে পরের ম্যাচে খেলতে পারেননি তিনি।

ফিলিপের বোলিং অ্যাকশনের ফুটেজ পর্যালোচনা করার পর অবৈধ বলে নিশ্চিত করে ইভেন্ট প্যানেল। আইসিসির বিধিমালার ৬.৭ ধারা অনুযায়ী নিষিদ্ধ করা হয় ফিলিপকে।

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ