বিএনএ, ঢাকা, আদালত প্রতিবেদক: ঘুষ গ্রহণ ও মানিলন্ডারিং আইনের মামলায় বরখাস্তকৃত সিলেট কেন্দ্রীয় কারাগারের উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) পার্থ গোপাল বণিকের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের জন্য ১৫ জুলাই দিন ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার (২৪ জুন) ঢাকার বিশেষ বিচারিক আদালত -৫ এর বিচারক ইকবাল হোসেনের
আদালত সাক্ষ্য গ্রহণের এদিন ধার্য করেন।এসময় আদালত পার্থ গোপালের দেশ ত্যাগেও নিষেধাজ্ঞা জারি করেন।
সর্বশেষ গত ১২ এপ্রিল মামলাটির সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিলো।কিন্তু করোনার কারণে আদালত বন্ধ হয়ে যাওয়ায়।মামলাটির সাক্ষ্য গ্রহণ সম্ভব হয়নি।
২০২০ সালের ৪ নভেম্বর একই আদালত তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে।অভিযোগ গঠনের মাধ্যমে মামলাটির আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হয়।
উল্লেখ্য, ২০১৯ সালের ২৮ জুলাই কারাগারের অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুদকের প্রধান কার্যালয়ে পার্থ গোপাল বণিককে জিজ্ঞাসাবাদ করার এক পর্যায়ে অভিযানে যায় দুদক। ধানমন্ডির ভূতের গলিতে পার্থ গোপালের ফ্ল্যাট থেকে ৮০ লাখ টাকা উদ্ধার করে দুদক। এর পরেই তাকে আটক করা হয়। পরদিন ২৯ জুলাই দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলা দায়ের করে দুদক।ঐদিনই তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরদিন আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।গত ১৭ জুন তিনি জামিন নিয়ে কারাগার থেকে বের হয়েছেন।
বিএনএ নিউজ/এসবি/এইচ.এম।