বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক চাষীদের মাঝে মৎস্যখাদ্য বিতরণ করেছে উপজেলা মৎস্য দপ্তর।
শনিবার (২৪ মে) উপজেলা পরিষদ চত্বরে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তৌসিব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জমশেদুল আলম। এছাড়াও উপস্থিত ছিলেন মেরিন ফিশারিজ অফিসার সাইফুল ইসলাম।
এতে ২০২৪-২৫ অর্থবছরের আওতায় ৫৩ জন চাষীর মাঝে মোট ২,৬৫০ কেজি মৎস্যখাদ্য বিতরণ করা হয়।
বিএনএনিউজ/ নাবিদ