32 C
আবহাওয়া
৬:০৬ অপরাহ্ণ - মে ২৪, ২০২৫
Bnanews24.com
Home » ইসরায়েলের হামলায় ৭৬ ফিলিস্তিনি নিহত

ইসরায়েলের হামলায় ৭৬ ফিলিস্তিনি নিহত

ইসরায়েলের হামলায় ৭৬ ফিলিস্তিনি নিহত

বিএনএ, বিশ্বডেস্ক: গাজায় ইসরায়েলি চলমান বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে আরও ৭৬ ফিলিস্তিনি। এতে আহত হয়েছেন অন্তত ২০০ জন।

প্রতিনিয়ত বিমান হামলা বেড়েই চলেছে। বাড়ছে হতাহতের সংখ্যাও। জাবালিয়ার শরণার্থী শিবিরে একটি বাড়িতে ইসরায়েলি বোমা হামলায় নিহত হয়েছেন ৫০ জন। আগ্রাসনের শিকার হয়েছে খান ইউনুসের বিভিন্ন স্থান। সেখানে একটি বাড়িতে নিহত হয়েছেন আটজন, যাদের মধ্যে সাতজনই শিশু।

আল-মাওয়াসিতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের একটি তাঁবুতে হামলায় আহত হয়েছেন অন্তত দুজন। এছাড়া খান ইউনুসের কাছে অবস্থিত আবাসান আল-কাবিরা শহরে যুদ্ধবিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী, এতে আহত হয়েছেন আরও দুজন। উত্তর গাজার আস-সাফতাওয়ি এলাকায় একটি তাঁবুতে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হয়েছেন একজন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আহত হয়েছেন আরও অন্তত ১৮৫ জন। বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন, তাই প্রকৃত হতাহতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

এই হামলার সূত্রপাত ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে। ওইদিন গাজার হামাস গোষ্ঠী ইসরায়েলের ভেতরে ঢুকে অতর্কিতে হামলা চালায়, যেখানে ১২০০ জন নিহত এবং ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যাওয়া হয়। তার জবাবে ইসরায়েল গাজায় সামরিক অভিযান শুরু করে, যা ১৫ মাসেরও বেশি সময় ধরে চলছে। গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক চাপে একটি যুদ্ধবিরতির ঘোষণা এলেও, তা বেশিদিন স্থায়ী হয়নি। চলতি বছরের ১৮ মার্চ থেকে ফের ইসরায়েলি বাহিনী গাজায় হামলা শুরু করে। এই দ্বিতীয় দফার অভিযানে এখন পর্যন্ত নিহত হয়েছেন আরও ৩ হাজার ৬৭৩ জন, আহত হয়েছেন ১০ হাজার ৩০০ জনের বেশি মানুষ। গত দেড় বছরে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ হাজার ৮২২ জনে, আহত হয়েছেন ১ লাখ ২২ হাজার ৩৮২ জন, যাদের ৫৬ শতাংশই নারী ও শিশু।

যুদ্ধ থামানোর জন্য একাধিকবার জাতিসংঘ এবং আন্তর্জাতিক মহল ইসরায়েলকে আহ্বান জানিয়েছে। এমনকি ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসেও মামলা করা হয়েছে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু স্পষ্ট করে দিয়েছেন, হামাসকে নির্মূল এবং বাকি জিম্মিদের মুক্ত না করা পর্যন্ত অভিযান চলবে। এখনও ধারণা করা হচ্ছে, হামাসের হাতে ৩৫ জন জিম্মি জীবিত রয়েছে। এই অবস্থায় গাজায় মানবিক বিপর্যয়ের মাত্রা ক্রমেই বাড়ছে এবং বিশ্ব মানবতা আজ নতুন করে এক চরম পরীক্ষার মুখে।

বিএনএনিউজ/ আরএস/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ