29 C
আবহাওয়া
৮:২৬ পূর্বাহ্ণ - জুন ১৭, ২০২৪
Bnanews24.com
Home » ছাগলনাইয়ার পাঠাননগরে কাপ পিরিচের সমর্থনে গণসংযোগ

ছাগলনাইয়ার পাঠাননগরে কাপ পিরিচের সমর্থনে গণসংযোগ

ছাগলনাইয়ার পাঠাননগরে কাপ পিরিচের সমর্থনে গণসংযোগ

ছাগলনাইয়া(ফেনী) : ফেনীর ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান মজুমদা‌র কাপ পিরিচ মার্কার সমর্থনে শুক্রবার(২৪মে ২০২৪) ছাগলনাইয়ার পাঠাননগর ইউনিয়নে  ব্যাপক গণসংযোগ করেছেন।

এ সময় ছাগলনাইয়া পৌরসভার মেয়র এম মোস্তফা, ছাগলনাইয়া উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন বুলবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বিবি জোলেখা শিল্পী, বিশিষ্ট ব্যবসায়ি পোর্টল্যান্ড গ্রুপের পরিচালক রবিউল হোসেন বাবু উপস্থিত ছিলেন।
মিজানুর রহমান মজুমদা‌র 
প্রার্থী মিজানুর রহমান মজুমদা‌র 
প্রার্থী মিজানুর রহমান মজুমদা‌র  ঘরে ঘরে, বাজার,দোকানপাট সর্বত্র কাপ পিরিচ মার্কার সমর্থনে ৫জুন ভোট দেয়ার অনুরোধ জানান। তিনি বলেন, এলাকার উন্নয়ন, শান্তি সমৃদ্ধি নিশ্চিত করতে দলে দলে ভোট কেন্দ্রে গিয়ে উৎসববমুখর পরিবেশে ভোট দিতে হবে।
এরআগে  পাঠাননগর কন্ট্রাক্টর মসজিদে তিনি পবিত্র জুম্মার নামাজ আদায় করেন।
নিজাম উদ্দিন, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ