18 C
আবহাওয়া
৮:৩৪ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » বৃহস্পতিবার যেসব এলাকায় ব্যাংক বন্ধ থাকবে

বৃহস্পতিবার যেসব এলাকায় ব্যাংক বন্ধ থাকবে

ব্যাংকে মিথ্যা তথ্য দিয়ে লেনদেন করলে ৩ বছর কারাদণ্ড

বিএনএ, ঢাকা : দেশের এক সিটি করপোরেশনে, তিন উপজেলায় ও সাত ইউনিয়ন পরিষদে বৃহস্পতিবার (২৫ মে) ব্যাংক বন্ধ থাকবে।

মঙ্গলবার (২২ মে) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন (ডিওএস) এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেয়। এ নির্দেশনা সকল ব্যাংকের নির্বাহী ও ব্যবস্থাপকদের পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়,  ২৫ মে গাজীপুর সিটি করপোরেশনে, তিন উপজেলায় ও সাত ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে উক্ত এলাকাগুলোতে অবস্থিত ব্যাংকের শাখা ও উপশাখা বন্ধ থাকবে।

উল্লেখ্য, বৃহস্পতিবার গাজীপুর সিটি কর্পোরেশনসহ চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলা, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা ও দিনাজপুর বীরগঞ্জ উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ