বিএনএ, ঢাকাঃ ঢাকা থেকে চেন্নাই যাওয়ার পথে আকাশেই মারা গেলেন ভারতীয় এক মহিলা। ঢাকা থেকে ছেড়ে যাওয়া ইউএস বাংলা বিএস ২০৫ ফ্লাইটে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী যাত্রী নেজাম উদ্দিন রুবেল মঙ্গলবার(২৪মে) বাংলাদেশ নিউজ এজেন্সি( বিএনএ)কে জানান, ইউএস বাংলার ফ্লাইটটি ঢাকা থেকে উড়াল দেয়ার ৪০ মিনিট পর ভারতীয় মহিলা অসুস্থ বোধ করেন। এ অবস্থায় তাঁকে পিছনের একটা সিটে নেয়া হয়। সেখানে তিনি ঘুমিয়ে পড়েন।
চেন্নাই বিমান বন্দরে ইউএস বাংলার ফ্লাইটটি আসার ২০ মিনিট আগে ফ্লাইট ক্রু তাকে ডাকতে যান। কিন্তু তাঁর কোনো সাড়া পাওয়া যায়নি। এ অবস্থায় ফ্লাইটে থাকা ডাক্তার এসে তার পালস পাননি। ফ্লাইটটি অবতরণ করার পর অ্যাম্বুলেন্স যোগে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহত মহিলার আনুমানিক বয়স (৫৫). বাংলাদেশ সময় দুপুর ১ টার দিকে মারা যান।
উল্লেখ, ভারতীয় ওই মহিলা তার মেয়ের কাছে বেড়াতে আসেন। তার মেয়ে ও মেয়ে জামাই দুইজনই ঢাকায় চাকরি করেন।
বিএনএনিউজ২৪,ওয়াইএইচ,জিএন