বিএনএ ডেস্ক: ‘গাছ পাকা ফল, গাছ পাকা ফল’এভাবে হাকডাক দিয়ে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করছিলেন চট্টগ্রাম রিয়াজুদ্দিন বাজারের মৌসুমি ফল বিক্রেতারা। অনেকে দর কষাকষি করে কিনছিলেন। কেউ আবার দেখে অন্য দোকানে ছুটছিলেন। বাজার ঘুরে ছবি তুলেছেন বাংলাদেশ নিউজ এজেন্স ‘র (বিএনএ) ফটো সাংবাদিক: বাচ্চু বড়ুয়া।
মঙ্গলবার (২৪ মে) চট্টগ্রামের রিয়াজুদ্দিন বাজার ঘুরে দেখা যায়, জ্যৈষ্ঠ মাস শুরু হতে না হতেই মৌসুমি ফলের সমাহার সাজিয়েছেন। পার্বত্য জেলাগুলো থেকে বিভিন্ন মাধ্যমে বাজারে আসছে আম, কাঁঠাল ও আনারস। বাজারে যেমন ফল আসছে, তেমনি ক্রেতাও আছে। তবে দাম একেক জায়গায় একেক রকম।তবে বাজারে লিচু, আম, জামের সরবরাহ এখনও তেমনটা হয়নি। কাঁঠাল পাওয়া যাচ্ছে। তবে কয়েকদিনের মধ্যে ব্যাপকহারে অন্যান্য মৌসুমি ফল বাজারে আসবে।
বিএনএনিউজ২৪/এমএইচ