17 C
আবহাওয়া
৭:৫৮ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » কুষ্টিয়ায় বিষাক্ত মদ পানে ৩ জনের মৃত্যু

কুষ্টিয়ায় বিষাক্ত মদ পানে ৩ জনের মৃত্যু

মদপান

কুষ্টিয়ার বিষাক্ত মদ পানে তিন জনের মৃত্য হয়েছে। এছাড়া অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৫ জন।সোমবার (২৪ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কুুষ্টিয়া মেডিকেল কলেজের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) তাপস কুমার।

মারা যাওয়া ওই তিনজন হলেন— জেলার সদর উপজেলার বড় আইলচারা এলাকার মৃত হারুন অর রশিদের ছেলে মো. শাহিন (৪৭), মিরপুর উপজেলার মশান-বারুইপাড়া গ্রামের মৃত হনিফের ছেলে মো. রতন (২১) ও ভেড়ামারা উপজেলার মো. রকিবুল আলমের ছেলে সিফাত উল্লাহ (২৭)

তাপস কুমার সরকার বলেন, ‘অ্যালকোহল পানে অসুস্থ এমন লক্ষণ নিয়ে গতকাল (রোববার) থেকে বেশ কয়েকজন ভর্তি হয়েছেন। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে, এর মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে।’

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন জানান, রোববার রাতে জেলার বিভিন্ন স্থানে অ্যালকোহল পান করে অসুস্থ হয়ে পড়ে বেশ কয়েকজন। তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার ভোরে তাদের মধ্যে শাহিন, রতন ও সিফাত উল্লাহ নামের তিনজনের মৃত্যু হয়।

ওসি বলেন, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ