29 C
আবহাওয়া
১০:০১ পূর্বাহ্ণ - জুন ১৬, ২০২৪
Bnanews24.com
Home » বিস্ফোরণে দুই নারীর মৃত্যু, কারখানা মালিকের তিন দিনের রিমান্ড

বিস্ফোরণে দুই নারীর মৃত্যু, কারখানা মালিকের তিন দিনের রিমান্ড


বিএনএ, ময়মনসিংহ:ময়মনসিংহের নান্দাইলের বিস্ফোরণে দুই নারীর মৃত্যুর ঘটনায় আতশবাজি কারখানার মালিক বোরহান উদ্দিনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।রোববার (২৪ এপ্রিল) বিকালে বোরহান উদ্দিনকে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক রাজিব হাসান তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।আসামী বোরহান উদ্দিন জেলার নান্দাইল উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের দক্ষিণ বাঁশাটি গ্রামে চাঁন মিয়া মুন্সি ছেলে।

চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পরিদর্শক প্রসুন কান্তি দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিকালে বোরহান উদ্দিনকে জেলা অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠালে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বুধবার (২০ এপ্রিল) সকাল ছয়টার দিকে নান্দাইল উপজেলার বাঁশহাটি গ্রামে আতশবাজির কারখানায় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে কারখানার কাজ করতে থাকা আপিলা খাতুন (৫০) ও নাছিমা খাতুন (৩০) নামে দুই শ্রমিক ঘটনাস্থলেই মারা যান।

বিস্ফোরণের ঘটনায় ওই দিন রাতেই পুলিশ বাদী হয়ে নান্দাইল থানায় বিস্ফোরক আইনে একটি ও একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার পর শনিবার (২৩ এপ্রিল) সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে বোরহান উদ্দিনতে গ্রেফতার করে সিআইডি। এর আগে মামলা দুটি শুক্রবার (২২ এপ্রিল) নান্দাইল থানা থেকে সিআইডিতে তদন্ত ভার আসে।

বিএনএ/ হামিমুর রহমান,ওজি

Loading


শিরোনাম বিএনএ