24 C
আবহাওয়া
১:৪৩ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » প্রফেসর সফিউল্লাহর মৃত্যুতে প্রযুক্তি মন্ত্রীর শোক

প্রফেসর সফিউল্লাহর মৃত্যুতে প্রযুক্তি মন্ত্রীর শোক


বিএনএ, ঢাকা  : বুয়েটের প্রাক্তন ভিসি ড. ইঞ্জিনিয়ার এ এম এম সফিউল্লাহর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।

শনিবার(২৪ এপ্রিল) এক শোকবার্তায় মন্ত্রী বলেন, বুয়েট এবং আহসানউল্লাহ ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের ভিসি  হিসেবে তিনি অসামান্য অবদান রেখেছেন। তিনি বাংলাদেশের সর্ববৃহৎ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ভৌত অবকাঠামো নির্মাণ বিষয়ে এক্সপার্ট প্যানেলের প্রধান হিসেবে প্রকল্পের কাজে সহায়তা করছিলেন ।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী মরহুম অধ্যাপক সফিউল্লাহর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, অধ্যাপক সফিউল্লাহ আজ রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বিএনএনিউজ২৪/এসজিএন

Loading


শিরোনাম বিএনএ