22 C
আবহাওয়া
১২:৩৫ পূর্বাহ্ণ - নভেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » হেফাজতের তাণ্ডবে বিএনপি-জামায়াত সক্রিয় ছিল : তথ্যমন্ত্রী

হেফাজতের তাণ্ডবে বিএনপি-জামায়াত সক্রিয় ছিল : তথ্যমন্ত্রী

হেফাজতের তাণ্ডবে বিএনপি-জামায়াত সক্রিয় ছিল : তথ্যমন্ত্রী

বিএিএ ঢাকা: সম্প্রতি হেফাজতের তান্ডবে বিএনপি-জামায়াত সক্রিয়ভাবে অংশ নিয়েছিল বলে দাবি করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। পাশাপাশি তারা অর্থ দিয়েও সহায়তা করেছিল বলেও অভিযোগ করেন তিনি।

শনিবার(২৪ এপ্রিল) রাজধানীর মিন্টু রোডের সরকারি বাসভবন থেকে ভিডিওকনফারেন্সের মাধ্যমে নিজের নির্বাচনী এলাকার মানুষের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে হাছান মাহমুদ আরও বলেন, হেফাজতে ইসলামের ব্যানারে ২৬ থেকে ২৮ মার্চ যেভাবে সারা দেশে তাণ্ডব চালিয়ে নিরীহ মানুষের যে ঘরবাড়ি-সহায়-সম্পত্তি, যানবাহন জ্বালিয়ে দেয়া হয়েছে, তা নিছক বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়।একটি বৃহৎ পরিকল্পনার অংশ হিসেবে সরকার পতনের উদ্দেশ্যে দেশে নৈরাজ্য সৃষ্টি করা হয়েছিল।হেফাজতে ইসলামের গ্রেফতার হওয়া নেতারা মুখ খুলতে শুরু করেছেন। ইতোমধ্যেই তারা স্বীকার করেছেন, কোথায় কখন কার বাসায় বৈঠক হয়েছে, কারা অর্থায়ন করেছে।এই নৈরাজ্যে যারা জড়িত ছিল এবং যারা সহযোগিতা করেছে, তাদের কোনোভাবেই ছাড় নয় বলে হুশিয়ারী উচ্চারণ করেন মন্ত্রী।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, ভারতের ইকোনমিক টাইমস ও বাংলাদেশের কয়েকটি পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে এসেছে, ২৬ থেকে ২৮ মার্চ সারাদেশে হেফাজতের ব্যানারে যে তাণ্ডব চালানো হয়েছে, সেখানে বিএনপি-জামায়াত সক্রিয় অংশ নিয়েছে।নাশকতা সৃষ্টির জন্য অর্থ যোগান দিয়েছে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা।

এর আগে অনলাইনে রাঙ্গুনিয়ায় দরিদ্রদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণের  উদ্বোধন করে তথ্যমন্ত্রী বলেন করোনাকালে দিনমজুর, মাঝি, রিক্সা-ভ্যানচালকসহ খেটে-খাওয়া নিম্নবিত্তদের সাহায্যে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের এগিয়ে আসতে হবে।সেইসঙ্গে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশানুসারে তাদেরকে কৃষকদের ধানকাটায় সহযোগিতা অব্যাহত রাখার নির্দেশ দেন তিনি।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ