27 C
আবহাওয়া
৮:৪৬ পূর্বাহ্ণ - এপ্রিল ২৭, ২০২৪
Bnanews24.com
Home » পুরান ঢাকার আরমানিটোলায় আগুন: প্রতিবেদন ১০ জুন

পুরান ঢাকার আরমানিটোলায় আগুন: প্রতিবেদন ১০ জুন

পুরান ঢাকার আরমানিটোলায় আগুন: প্রতিবেদন ১০ জুন

বিএনএ, ঢাকা (আদালত প্রতিবেদক): রাজধানীর পুরান ঢাকার বাবুবাজার ব্রিজের পাশে আরমানিটোলায় ৬ তলা একটি ভবনের নিচতলায় রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ভবন মালিকসহ ৮ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১০ জুন দিন ধার্য করেছেন আদালত।

শনিবার (২৪ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম মাহমুদা আক্তার মামলার এজাহার গ্রহণ করে প্রতিবেদন দাখিলের জন্য এ দিন ধার্য করেন।

উল্লেখ্য,শুক্রবার (২৩ এপ্রিল) রাত প্রায় ৩টার দিকে রাসায়নিক গুদামটিতে আগুন লাগে বলে জানায় স্থানীয় বাসিন্দারা। পরে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করে পৌনে ৫টার দিকে নিয়ন্ত্রণে আনে।অগ্নিকাণ্ডে চারজন অগ্নিদগ্ধ হয়ে মারা যান এবং দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন ২০ জন।ঘটনায় ওই দিনই বংশাল থানার এসআই মোহাম্মদ আলী শিকদার মুসা ম্যানশন ভবনের মালিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় অজ্ঞাতানামা আরও ১৫/২০ জনকে আসামি করা হয়েছে।ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

বিএনএ নিউজ/সাহিদুল, ওজি

Loading


শিরোনাম বিএনএ