24 C
আবহাওয়া
১১:৪৩ অপরাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » তবে কী শেষ হতে চলল ৫৩ নাবিকের প্রাণ!

তবে কী শেষ হতে চলল ৫৩ নাবিকের প্রাণ!

জাহাজ

বিএনএ বিশ্ব ডেস্ক, ঢাকা: ইন্দোনেশিয়ার নৌবাহিনী আশা করছে, ৫৩ জন ক্রু নিয়ে ডুবোজাহাজ নিখোঁজ হওয়ার স্থানটি শনাক্ত করতে পেরেছে তারা। যদিও অক্সিজেন দ্রুত ফুরিয়ে যাওয়া নিয়ে আশঙ্কা রয়েই গেছে।

সিএনএন জানায়, বালি থেকে ৪০ কিলোমিটার উত্তরে যেখানে পানিতে তেল ভাসতে দেখা গেছে, সেখানে ডুবোজাহাজের মতো একটি বস্তু তারা শনাক্ত করেছে।

নৌবাহিনীর একটি জাহাজ থেকে পানির ৫০-১০০ মিটার গভীরতায় ‘শক্তিশালী চৌম্বক অনুরণন’ শনাক্ত করা হয়েছে বলে এক সংবাদ সম্মেলনে জানান দেশটির সামরিক বাহিনীর কেন্দ্রীয় তথ্য ইউনিটের প্রধান মেজর জেনারেল আছমাদ রিয়াদ। এর ভিত্তিতে অনুসন্ধানের এলাকা সংকুচিত করে আনা হয়েছে।

রিগুয়ের নামের যুদ্ধ জাহাজ শুক্রবার তল্লাশি এলাকায় পৌঁছায়। যাতে রয়েছে উচ্চ-প্রযুক্তির সোনার, যা শব্দ তরঙ্গের মাধ্যমে বস্তুকে শনাক্ত করতে সক্ষম। নৌবাহিনী আশা করছে, তারা কেআরআই নাংগালা-৪০২ নামের জার্মানির তৈরির ডুবোজাহাজটি খুঁজে পাবে।

আগের তল্লাশি দলের সঙ্গে শুক্রবার যোগ দেয় ২১টি যুদ্ধ জাহাজ, একটি ডুবোজাহাজ এবং পুলিশ ও উদ্ধার সংক্রান্ত বিভাগের নৌযান। যোগ দিয়েছে দুটি অস্ট্রেলিয়ান যুদ্ধ জাহাজও।

রয়টার্স জানায়, ৫০০ মিটার পর্যন্ত ডুব দিতে পারে নাংগালা-৪০২। কিন্তু ওই এলাকার সমুদ্র দেড় হাজার মিটার পর্যন্ত গভীর। দুর্ঘটনায় পড়া ডুবোজাহাজটি যদি ৫০০ মিটারের বেশি গভীরে থাকলে বিপজ্জনক অবস্থায় রয়েছে। কারণ এত গভীরে পানির চাপে মারাত্মক কিছু ঘটতে পারে। এর মধ্যে বুধবার জানানো হয়, পাওয়ার সাপ্লাই বন্ধ হওয়ার কারণে ডুবোজাহাজে ৭২ ঘণ্টার অক্সিজেন রয়েছে। যা শনিবার শেষ হওয়ার কথা।

কেআরআই নাংগালা-৪০২ ইন্দোনেশিয়ার পাঁচটি সাবমেরিনের মধ্যে একটি।

এটি ১৯৭০ এর দশকের শেষের দিকে তৈরি করা হয়েছিল। মাঝখানে মেরামতের জন্য এটিকে দক্ষিণ কোরিয়ায় নিয়ে যাওয়া হয়। দুই বছর পর ২০১২ সালে এটির মেরামত কাজ শেষ হয়।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ