21 C
আবহাওয়া
১০:১৪ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » মুসা ম্যানশনে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা

মুসা ম্যানশনে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা

পুরান ঢাকার আরমানিটোলায় আগুনে নিহত ২,আহত ১৭

বিএনএ, ঢাকা : ঢাকার আরমানিটোলায় হাজী মুসা ম্যানশনে অগ্নিকাণ্ডের ঘটনায় বংশাল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার রাতে মামলাটি দায়ের করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন অফিসার ইনচার্জ শাহীন ফকির।

অফিসার ইনচার্জ শাহীন ফকির বলেন, বিল্ডিংএ অবৈধভাবে রাসায়নিক দ্রব্য রাখা এবং অবহেলাজনিত মৃত্যুর দায়ে ভবন মালিক ও গোডাউন মালিকদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।

তিনি বলেন, চারজন নিহত এবং ২১ জন আহত হয়ে ঘটনাটি বড় আকার ধারণ করায় পুলিশ বাদী হয়ে রাত ৯টার দিকে মামলাটি করে। মামলায় আসামিরা হলেন ভবনের মালিক মোস্তাক আহমেদ এবং কেমিক্যাল গোডাউনের মালিকরা।

বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা ১৮ মিনিটে আরমানিয়ান স্ট্রিটের হাজী মুসা ম্যানশনে আগুনের সূত্রপাত ঘটে। ১৯টি ইউনিটের চেষ্টায় হাজী মুসা ম্যানশনে লাগা আগুন শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় অন্তত চারজনের মৃত্যু হয়।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ