21 C
আবহাওয়া
২:৪০ অপরাহ্ণ - জানুয়ারি ৯, ২০২৫
Bnanews24.com
Home » শার্শায় ৪ কেজি গাঁজাসহ আটক ২

শার্শায় ৪ কেজি গাঁজাসহ আটক ২


বিএনএ যশোর: যশোরের শার্শা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৪ কেজি গাঁজাসহ মোঃ ইস্রাফিল হোসাইন (২৬) ও সুমন হোসেন (২৫) নামে দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। শনিবার (২৩ মার্চ ) রাত সাড়ে ১০ টার দিকে শার্শা থানাধীন নিজামপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন, শার্শা থানার একঝালা গ্রামের মোঃ আব্দুল করিমের ছেলে ইস্রাফিল হোসাইন, ও শ্রীকোনা মাঝেরপাড়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে সুমন হোসেন।

পুলিশ সূত্রে জানা গেছে, মাদক বেচাকেনার গোপন গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানা পুলিশের একটি চৌকস টিম ইস্রাফিল হোসাইন ও সুমন হোসেনকে ৪ কেজি গাঁজাসহ হাতেনাতে আটক করে। জব্দকৃত ৪ কেজি মাদকদ্রব্য গাঁজার আনুমানিক মূল্য ২ লক্ষ ৪০ হাজার টাকা।

এ বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোঃ মনিরুজ্জামান জানান, আটক মাদক কারবারীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে রোববার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বিএনএ/ মোঃ সোহাগ হোসেন,ওজি

Loading


শিরোনাম বিএনএ