17 C
আবহাওয়া
৬:৫১ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার আশায় বাংলাদেশ

ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার আশায় বাংলাদেশ

ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার আশায় বাংলাদেশ

বিএনএ: চ্যাম্পিয়ন হওয়ার আশা বাঁচিয়ে রাখতে ভারতের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না স্বাগতিক মেয়েদের। শুক্রবার (২৪ মার্চ) কমলাপুর স্টেডিয়ামে বাঁচা-মরার সেই লড়াইয়ে ভারতকে ১-০ গোলে হারিয়ে আশা বাঁচিয়ে রাখলো গোলাম রব্বানী ছোটনের দল।

এর আগে ভুটানকে উড়িয়ে দিয়ে সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপ শুরু করলেও দ্বিতীয় ম্যাচে রাশিয়ার কাছে হেরে ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ।

ভারতের বিপক্ষে প্রথমার্ধ গোলশূন্য শেষ হওয়ার পর ৭৪ মিনিটে ভারতের আখিলা রাজনের আত্মঘাতী গোলে বাংলাদেশ এগিয়ে যায়। জ্যোতির ক্রস হেডে ক্লিয়ার করতে গেলে নিজেদের জালে বল পাঠিয়ে দেন ভারতীয় ডিফেন্ডার।

বাংলাদেশ প্রথমার্ধেই এগিয়ে যেতে পারতো। ৬ মিনিটে বা প্রান্ত দিয়ে পূজা দাস বল নিয়ে ভারতের বক্সের ভেতরে ঢুকে গড়ানো ক্রস করেন। সেই বলে ঠিকঠাক পা লাগাতে পারেননি সুলতানা।

১৬ মিনিটে বাংলাদেশ ডিফেন্ডার রুমা বল বিপদমুক্ত করতে পারেননি। তার ভুলে বল নিয়ে বক্সে ঢুকে পড়েন ভারতের পূজা। তিনি আগুয়ান বাংলাদেশ গোলরক্ষক সঙ্গীতার মাথার ওপর দিয়ে বলটি তুলে দেন। কিন্তু কপাল ভালো বাংলাদেশের, বলটি পোস্টের সামান্য বাইরে দিয়ে চলে যায়।

৪০ মিনিটে বক্সের ভেতরে সুরভী বল পেয়ে বা পায়ে ঠিকঠাক শট সেটা গোল হতে পারতো। কিন্তু বল চলে যায় পোস্টের ওপর দিয়ে।

তিন ম্যাচে বাংলাদেশের এটি দ্বিতীয় জয়। অন্যদিকে দুই ম্যাচে ভারতের প্রথম হার। বাংলাদেশ শেষ ম্যাচ খেলবে নেপালের বিপক্ষে ২৮ মার্চ।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ