30 C
আবহাওয়া
১২:২১ পূর্বাহ্ণ - এপ্রিল ২০, ২০২৪
Bnanews24.com
Home » ২৬ মার্চে ঢাকায় যান চলাচলে মানতে হবে যেসব নির্দেশনা

২৬ মার্চে ঢাকায় যান চলাচলে মানতে হবে যেসব নির্দেশনা

আওয়ামী লীগের সম্মেলন।

বিএনএ, ঢাকাঃ স্বাধীনতা দিবস উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ  ঢাকা-সাভার সড়কে বিশেষ নির্দেশনা দিয়েছে। আগামী ২৬ মার্চ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদের সদস্যরা, অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তি, রাজনৈতিক নেতারা, বিদেশি কূটনৈতিকরা ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন।  তাদের সুষ্ঠু যাতায়াত নিশ্চিত করার জন্য শনিবার ভোর ৪টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত ঢাকা মহানগর থেকে সাভার জাতীয় স্মৃতিসৌধে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

বৃহস্পতিবার (২৪ মার্চ) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য  জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয় , রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সুষ্ঠু গমনাগমন নিশ্চিত করতে সেদিন ভোররাত ৪টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত ঢাকা থেকে সাভার জাতীয় স্মৃতিসৌধে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

এ জন্য বাস, মিনিবাস, ট্রাক, লরিসহ বড় গাড়ির চালক বা ব্যবহারকারীকে বিকল্প সড়কে ব্যবহারের জন্য অনুরোধ করা হয়েছে।

বিকল্প সড়কগুলো হল:

১. গাবতলী আমিন বাজার ব্রিজ থেকে সাভার-নবীনগর রোড পরিহার করে বিকল্প রাস্তা হিসেবে ঢাকা এয়ারপোর্ট রোড-আব্দুল্লাহপুর ক্রসিং-আশুলিয়া সড়ক হয়ে চলাচল করবে।

২. আরিচা-পাটুরিয়া থেকে সাভার-আমিন বাজার হয়ে ঢাকাগামী যানবাহন নবীনগর বাজার থেকে বাইপাইল-আশুলিয়া হয়ে ঢাকায় প্রবেশ করবে।

৩. টাঙ্গাইল থেকে আশুলিয়া হয়ে ঢাকাগামী যানবাহন কালিয়াকৈর-গাজীপুর চৌরাস্তা-টঙ্গী হয়ে ঢাকায় প্রবেশ করবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুস্পাঞ্জলি অর্পণ অনুষ্ঠান চলাকালে যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষা ও যানজট এড়ানোর লক্ষ্যে সম্মানিত নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ।

বিএনএ/ এমএফ

Loading


শিরোনাম বিএনএ