29 C
আবহাওয়া
৪:৪৫ পূর্বাহ্ণ - এপ্রিল ২৭, ২০২৪
Bnanews24.com
Home » দেশ সম্পর্কে জানতে হলে সংবিধান পড়তে হবে : চবি উপাচার্য

দেশ সম্পর্কে জানতে হলে সংবিধান পড়তে হবে : চবি উপাচার্য

দেশ সম্পর্কে জানতে আগে সংবিধান জানা প্রয়োজন: চবি উপাচার্য

বিএন‌এ,চবি : দেশ সম্পর্কে জানতে হলে আগে আমাদের দেশের সংবিধান সম্পর্কে জানা প্রয়োজন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। বৃহস্পতিবার (২৪ মার্চ) চবিতে ‘বাংলাদেশের সংবিধান : সংশোধন ও বিকাশ’ বিষয়ক স্মারক বক্তৃতায় এ মন্তব্য করেন তিনি। আইন বিভাগ ও এ.কে. খান ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে চতুর্থ বারের মতো বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মিলনায়তনে এ.কে খান স্মারক বক্তৃতা আয়োজিত হয়।

এসময় চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর বেনু কুমার দে এবং এ. কে খান ফাউন্ডেশনের ট্রাস্টি সেক্রেটারি সালাউদ্দিন কাশেম খান।

প্রফেসর ড. শিরীণ আখতার বলেন, ‘দেশ সম্পর্কে জানতে হলে আগে আমাদের দেশের সংবিধান সম্পর্কে জানা প্রয়োজন। সংবিধানের সংশোধনী নিয়ে আমার মতো সাধারণ মানুষের জানাশোনা কম। আমরা কিছু কিছু জানি, তবে গভীরভাবে জানি না। আমাদের সকলেরই আইন ও সংবিধানের বিস্তৃত জ্ঞান রাখা উচিৎ।’

বিচারপতি ওবায়দুল হাসান বলেন, ‘একটি স্বাধীন দেশ সংবিধান ছাড়া চলতে পারে না। ১৯৭২ সালের ১০ এপ্রিল বাংলাদেশ গণপরিষদের আনুষ্ঠানিক যাত্রা শুরু। এই গণপরিষদের উপর বাংলাদেশের সংবিধান রচনার দায়িত্ব দেয়া হয়। ৩৪ সদস্যবিশিষ্ট একটি খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়। ১২ অক্টোবর ১৯৭২ সালে সংবিধান বিল আকারে উপস্থাপিত হয়।

দীর্ঘ আলোচনার পর ৪ নভেম্বর স্বাধীন সার্বভৌম বাংলাদেশের একটি সংবিধান রচনা করেন। ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর এই সংবিধান কার্যকর হয়।’ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর এসএম মনিরুল হাসান, আইন অনুষদের ডিন প্রফেসর এবিএম আবু নোমান , শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. সেলিনা আখতার, সাধারণ সম্পাদক প্রফেসর ড. সজীব কুমার ঘোষ এবং আইন বিভাগের সভাপতি প্রফেসর ড. সাজেদা আক্তার প্রমুখ।

বিএনএনিউজ২৪.কম/নবাব/এনএএম

Bnanews24 অনলাইনের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

Loading


শিরোনাম বিএনএ