বিএনএ বিশ্ব ডেস্ক: জাতিসংঘে রাশিয়ার মিশন থেকে ১২ কূটনীতিককে বহিষ্কারের বদলা নিচ্ছে রাশিয়া। দেশটিও যুক্তরাষ্ট্রের বেশ কিছু কূটনীতিককে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম মস্ক টাইমস এ তথ্য জানায়।
রাশিয়া জানিয়েছে, রুশ কূটনীতিক বহিষ্কারের বদলা নিতে যুক্তরাষ্ট্রের বেশ কিছু কূটনীতিককে বহিষ্কার করা হবে। জাতীয় নিরাপত্তা উদ্বেগ বিবেচনায় নিয়ে গত মাসে জাতিসংঘ মিশন থেকে যুক্তরাষ্ট্র রাশিয়ার ১২ কূটনীতিককে বহিষ্কার করে।
এদিকে গত সোমবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সে দেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জন সুলিভানকে তলব করে। তলবের কারণ হলো- ভ্লাদিমির পুতিনকে ‘যুদ্ধাপরাধী’ অভিহিত করে জো বাইডেনের করা মন্তব্যের প্রতিবাদ জানানো।
পরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, আমরা রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ২৩ মার্চ ‘পারসোনা নন গ্রাটা’ ঘোষিত কূটনীতিকদের একটি তালিকা পেয়েছি। পারসোনা নন গ্রাটার অর্থ হলো- একজন ব্যক্তি আর সমাদৃত বা গ্রহণযোগ্য নন।
তবে এ আদেশে কী পরিমাণ কূটনীতিকের নাম রয়েছে এবং কখন তাদের রাশিয়া থেকে বহিষ্কার করা হবে তা এখনও স্পষ্ট নয়।
বিএনএনিউজ২৪/ এমএইচ