22 C
আবহাওয়া
৩:০৩ অপরাহ্ণ - জানুয়ারি ১০, ২০২৫
Bnanews24.com
Home » মহাকাশ থেকে নেয়া হলো ক্লাস

মহাকাশ থেকে নেয়া হলো ক্লাস


বিএনএ, বিশ্বডেস্ক : চীনের মহাকাশ স্টেশন ‘থিয়ান কোং’ থেকে দ্বিতীয় বার ক্লাস নিয়েছেন চীনা নভোচারীরা। বুধবার বিকেল সফল ভাবে ক্লাস নেন তারা।

নভোচারী জাই চি কাং, ওয়াং ইয়া পিং এবং ইয়ে কুয়াং ফু মহাকাশ স্টেশন থেকে ক্লাসে অংশ নিয়ে চীনের সকল তরুণ-তরুণীদের মহাকাশ সম্পর্কে মজার  শিক্ষা দিয়েছেন।

জানা গেছে, ৪৫ মিনিটের ক্লাসে তিনজন নভোচারী মাইক্রোগ্র্যাভিটির পরিবেশে তরল সেতু তৈরি পরীক্ষা, পানি ও তেলের বিচ্ছিন্ন পরীক্ষাসহ নানা মজার পরীক্ষা করে দেখিয়েছেন।

পাশাপাশি, তাঁরা মহাকাশে তাদের জীবন-যাপন সম্পর্কে কথা বলেছেন। নভোচারীরা ভিডিও’র মাধ্যমে পৃথিবীতে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন।

এবার চীনের বিজ্ঞান-প্রযুক্তি স্টেডিয়ামে প্রধান ক্লাস এবং তিব্বতের লাসা ও সিনচিয়াংয়ের উরুমুচিতে তার শাখা স্থাপন করা হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ