বিএনএ, গাজীপুর : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনে বাধা প্রদান কারিরা দেশের শত্রু বলে অভিহিত করলেন আওয়ামী লীগের যুগ্ম–সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। বুধবার(২৪ মাচ) দুপুরে গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
হানিফ বলেন, আপনারা যারা জিহাদ জিহাদ করেন, তাঁরা কোথায় ছিলেন যখন মিয়ানমারের রোহিঙ্গাদের নির্যাতন করে সামরিক জান্তারা এ দেশে পাঠিয়ে দিল। তখন তো কেউ এ নিয়ে জিহাদের ডাক দেননি। তবে এখন কেন এতো ভারতের বিরোধী এবং জিহাদের কথা বলেছেন ।
তিনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর কথার প্রসঙ্গে বলেন, আপনারা তো ক্ষমতায় ছিলেন। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালনের কথা ভাবেননি। আমরা মুক্তি যুদ্ধের স্ব-পক্ষের শক্তি বলেই সুব’ণ জয়ন্তী আয়োজন করতে পারছি ।
তিনি আরো বলেন, আপনারা কি স্বাধীনতার ৫০ বছর পূর্তি পালন করতে চান না। তাহলে কেন বলেন, সরকার একাই সুবর্ণজয়ন্তী উদযাপন করতে যাচ্ছে ।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল অনুষদের ডিন মো. কামরুজ্জামান, একই বিভাগের অধ্যাপক মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী, ডুয়েট শাখা ছাত্রলীগের সভাপতি তাইবুবুর রহমান, সাধারণ সম্পাদক বিনয় ব্যানার্জি প্রমুখ।
বিএনএ/ এম. এস. রুকন , ওজি