বিএনএ, সাভার : আসছে মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে শহীদদের শ্রদ্ধা জানাতে সীমিত সময়ের জন্য জনসাধারণ প্রবেশে উন্মুক্ত করে দেওয়া হবে সাভারের জাতীয় স্মৃতিসৌধ।
বুধবার (২৪ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় স্মৃতিসৌধের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান।এর আগে, গত ২৩ মার্চ বাংলাদেশ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয় থেকে সাভার উপজেলা ও জাতীয় স্মৃতিসৌধে একটি স্মারক প্রেরণ করা হয়।
স্মারকে বলা হয়েছে, আগামী ২৬ মার্চ জাতীয় স্মৃতিসৌধ শুধুমাত্র সকাল ৭ টা হতে সকাল ৯ টা পর্যন্ত এবং দুপুর ১টা হতে বিকাল ৫টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
এ বিষয়ে জাতীয় স্মৃতিসৌধের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশে আসবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার নিরাপত্তার কথা চিন্তা করে এবং করোনার সংক্রমনের ঠেকাতেই এই সিদ্ধান্ত এসেছে। সকাল ৭ টা হতে সকাল ৯ টা পর্যন্ত এবং দুপুর ১টা হতে বিকাল ৫টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
বিএনএ/ ইমরান খান,ওজি