21 C
আবহাওয়া
৯:১৩ অপরাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » ঢাকা-চট্টগ্রাম সহাসড়কে দুর্ঘটনায় দুইজনের প্রাণহানি

ঢাকা-চট্টগ্রাম সহাসড়কে দুর্ঘটনায় দুইজনের প্রাণহানি

সড়ক দুর্ঘটনা-৩

বিএনএ, চট্টগ্রাম : ঢাকা-চট্টগ্রাম সহাসড়কে সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ মার্চ) ভোর ৪টায় সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ডের চারালকান্দি  এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- মাহবুবুল আলম (৩২) ও মো. হাবিল (২১)। নিহতদের বাড়ি নঁওগা জেলায়।

বার আওলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন জানিয়েছেন, ট্রাক (চট্টমেট্রো-ঢ-৮১-৩৬০৪) চালিয়ে চট্টগ্রাম যাচ্ছিলেন চালক মাহবুবুল আলম ও সহকারী হাবিল। সামনে দ্রুত গতিতে চলমান কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ট-২০-৯৭৮৬) হঠাৎ ব্রেক কষে থেমে যায়।

এতে তাৎক্ষণিক নিয়ন্ত্রণ করতে না পেরে কাভার্ডভ্যানটিকে সজোরে ধাক্কা দেয় দ্রুতগামী ট্রাক। এসময় ঘটনাস্থলেই নিহত হন মাহবুবুল আলম ও হাবিল। তবে, দুর্ঘটনায় দায়ীদের আটক করা যায়নি বলে জানান তিনি।

ঘটনার পরপর আমাদের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। এক ঘণ্টা চেষ্টা চালিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে বার আওলিয়া হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ফয়ার সার্ভিসের সীতাকুণ্ড স্টেশন কর্মকর্তা মো. নুরুল আলম।

বিএনএনিউজ/আমিন

Loading


শিরোনাম বিএনএ