বিএনএ, বিশ্ব ডেস্ক : মিয়ানমারে চলমান বিক্ষোভে সেনাবাহিনীর গুলিতে ৭ বছর বয়সী এক কন্যা শিশু নিহত হয়েছে। নিহত মেয়েটির পরিবার বলছে, তার বাড়ি মান্দালয় শহরেই তাকে হত্যা করা হয়েছে। অধিকার রক্ষা সংস্থা সেভ দ্য চিলড্রেন বলছে, এ পর্যন্ত যারা প্রাণ হারিয়েছে তাদের মধ্যে অন্তত ২০ জন শিশু।
১লা ফেব্রুয়ারি সামরিক বাহিনী ক্ষমতার নিয়ন্ত্রণ নেয়ার পর থেকেই বিক্ষোভ চলছে মিয়ানমারে। সামরিক বাহিনী বলছে, বিক্ষোভে এ পর্যন্ত ১৬৪ জন নিহত হয়েছে। তবে অধিকাররক্ষা গ্রুপ অ্যাসিসটেন্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনারস (এএপিপি) এর দাবি, নিহতের সংখ্যা অন্তত ২৬১ জন।
এর আগে মঙ্গলবার বিক্ষোভাকারীদের মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেছে মিয়ানমারের সামরিক বাহিনী। তবে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য তারা বিক্ষোভকারীদেরকেই দায়ী করেছে।
সংবাদ মাধ্যম মিয়ানমার নাউ তাদের প্রতিবেদনে বলছে, সেনারা মেয়েটির বাবাকে উদ্দেশ্য করে গুলি ছোড়ে। কিন্তু সেটি তার পরিবর্তে ওই শিশুটিকে আঘাত করে। কারণ বাড়ির ভেতরে বাবার কোলে বসে ছিল শিশুটি। নিহত শিশুটির নাম খিন মিও চিত। পরিবারের সদস্যরা বলছে তার ১৯ বছর বয়সী ভাইকেও গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে কোন মন্তব্য করেনি সামরিক বাহিনী।
বিএনএনিউজ/জেবি