28 C
আবহাওয়া
৯:৫২ অপরাহ্ণ - জুলাই ৫, ২০২৫
Bnanews24.com
Home » হাল্ট প্রাইজের গ্র্যান্ড ফাইনাল ২৮ ফেব্রুয়ারি

হাল্ট প্রাইজের গ্র্যান্ড ফাইনাল ২৮ ফেব্রুয়ারি


বিএনএ, চুয়েট : বিশ্বের অন্যতম বৃহৎ ব্যবসায়িক উদ্যোগ প্রতিযোগিতা হাল্ট প্রাইজ, যা টেকসই ধারণার মাধ্যমে সামাজিক সমস্যার সমাধান খুঁজে ব্যবসায়িক সম্ভাবনা তৈরি করে। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আয়োজিত হাল্ট প্রাইজের দ্বিতীয় পর্বের ফলাফল প্রকাশিত হয়েছে গত ২১শে ফেব্রুয়ারি।

দ্বিতীয় পর্বে ২৫টি টিম উত্তীর্ণ হয়। এরপর অংশ নেওয়া ২৫টি টিমের মধ্য থেকে সেরা ১৬টি টিম সেমিফাইনাল রাউন্ডে উন্নীত হয়েছে। সেমিফাইনালে উত্তীর্ণ হওয়া দলগুলো হলো: প্ল্যানটিয়ার্স, রেজোনেন্স, নেক্সাস, জুটোসান, ড্রিম ডায়নামো, টিম থানোস, বানানা প্যাড, সাস্টাইর, আমার মেন্টর, নেক্সটজেন লিডারস, ট্যুরিস্টিক, কোডস্ট্রাক্ট, কংক্রিট হেডস, উই’আর আউট অফ আইডিয়াস, ইকোশান অ্যাক্সেস, দ্য ইনকগনিটো।

সেমিফাইনালে উত্তীর্ণ হওয়া ‘দ্যা ইনকগনিটো’ এর সদস্য পুরকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মৌমিতা দত্ত প্রিয়া বলেন, “হাল্ট প্রাইজের মতো একটি গ্লোবাল প্ল্যাটফর্মে অংশগ্রহণ করা সত্যিই অনন্য অভিজ্ঞতা। এই প্রতিযোগিতা আমাদের নতুন উদ্ভাবনী চিন্তাধারা বিকাশে সহায়তা করছে এবং উদ্যোক্তা হিসেবে আত্মবিশ্বাস যোগাচ্ছে।”

সেমিফাইনালে উত্তীর্ণ হওয়া আরেকটি দল ‘আমার মেন্টর’-এর সদস্য তালহা জোবায়ের রেদোয়ান বলেন, “প্রথমবার হাল্ট প্রাইজের সেমিফাইনালে পৌঁছানো আমাদের জন্য বড় অর্জন। আমাদের স্টার্টআপ ‘আমার মেন্টর’ মানসিক স্বাস্থ্য ও মেন্টরশিপ নিয়ে কাজ করছে, যা কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনীতিতে ভূমিকা রাখবে।”

হাল্ট প্রাইজ চুয়েট শাখার ডেপুটি ডিরেক্টর মোহাম্মদ ইয়াসির আফনান বলেন, সেমিফাইনালে উত্তীর্ণ হওয়া প্রতিটি দলের আইডিয়া বাস্তবায়নযোগ্য। সেমি ফাইনাল পর্ব খুব জাঁকজমকপূর্ণ এবং হাড্ডাহাড্ডি হবে এতে কোন সন্দেহ নেই। চুয়েটের এই প্রতিযোগিতা শুধু ক্যাম্পাসের গণ্ডিতেই সীমাবদ্ধ নয়, বরং এটি শিক্ষার্থীদের ভবিষ্যৎ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার এবং বৈশ্বিক পর্যায়ে বাংলাদেশের নাম উজ্জ্বল করার এক অসাধারণ সুযোগ।

সেমিফাইনাল পর্বের উপস্থাপনার নথি জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ২৪শে ফেব্রুয়ারি। এরপর সেরা আইডিয়া নিয়ে আগামী ২৮শে ফেব্রুয়ারি প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে।

বিএনএনিউজ/এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ