25 C
আবহাওয়া
১১:২৫ অপরাহ্ণ - এপ্রিল ১৮, ২০২৫
Bnanews24.com
Home » সাবেক এমপি হেনরীর ৬৮ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

সাবেক এমপি হেনরীর ৬৮ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ


বিএনএ, ঢাকা : সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরীর ৬৮ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। এসব হিসাবে তার ২০ কোটি ৬২ লাখ ৩৬ হাজার ৭০২ টাকা রয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি)  ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।

দুদকের সহকারী পরিচালক ও মামলার তদন্তকারী কর্মকর্তা আসিফ আল মাহমুদ তার ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।

এর আগে গত ২২ ডিসেম্বর জান্নাত আরা হেনরী ও তাঁর স্বামী সিরাজগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামীম তালুকদারের বিরুদ্ধে দুটি মামলা করে দুদক।

এ মামলায় গত ১ জানুয়ারি তাকে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়। পরে ৬ জানুয়ারি এ মামলায় তাকে গ্রেফতার দেখানো শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

বিএনএনিউজ/এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ