20 C
আবহাওয়া
৪:২৭ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » চন্দনাইশে নাগরদোলার চাকায় ওড়না আটকে শিশুর মৃত্যু

চন্দনাইশে নাগরদোলার চাকায় ওড়না আটকে শিশুর মৃত্যু


বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় নাগরদোলার চাকার সঙ্গে অসাবধানতাবশত নিজের ওড়না গলায় পেঁচিয়ে মুনতাহা আক্তার (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটায় উপজেলার বৈলতলী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড দক্ষিণ বৈলতলী এলাকায় হজরত মাওলানা তোফাইল আহমদের (রহ.) বার্ষিক ওরস উপলক্ষে মেলায় এ ঘটনা ঘটে।

নিহত মুনতাহা আক্তার উপজেলার বৈলতলী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড মির্জা বাঙালি বাড়ির মো. মোরশেদুল আলমের মেয়ে।

স্থানীয় বৈলতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম সায়েম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হজরত মাওলানা তোফাইল আহমদের (রহ.) বার্ষিক ওরস উপলক্ষ্যে মেলায় আগত নাগরদোলার চাকার সঙ্গে অসাবধানতাবশত নিজের গলার ওড়না পেঁচিয়ে মুনতাহা আকতার নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

চন্দনাইশ থানার এস আই গোবিন্দ শর্মা জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মেলায় নাগরদোলার চাকার সঙ্গে নিজের গলার ওড়না পেঁচিয়ে মুনতাহা আক্তার নামে এক শিশুর মৃত্যু হয়েছে। পরে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিএনএনিউজ/রেহানা/এইচ.এম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব ৩০ নভেম্বরের মধ্যেই জমা দিতে হবে সহ:প্র.শিক্ষকের ৯৫৭২ পদ সৃজনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল : সোমবার হাজির হচ্ছেন সাবেক ১০ মন্ত্রীসহ ১৪ জন ব্রিটিশ হাইকমিশনার সকাশে বিএনপির প্রতিনিধি দল আয়কর রিটার্ন দাখিলের সময় বেড়েছে জবাবদিহিমূলক ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে--ভূমি উপদেষ্টা প্রয়োজনের চেয়ে একদিনও বেশি থাকতে চায় না অন্তর্বতী সরকার- উপদেষ্টা ফরিদা পাবর্ত্যবাসীকে মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে হবে-উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আলুর কেজি ৪০০ টাকা! সপ্তাহে চারদিন ২৪ ঘণ্টা খোলা থাকবে চট্টগ্রাম বিমানবন্দর