27 C
আবহাওয়া
৬:৪০ অপরাহ্ণ - নভেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » গাজীপুরে নারীশ্রমিক নিহত, মহাসড়ক অবরোধ

গাজীপুরে নারীশ্রমিক নিহত, মহাসড়ক অবরোধ

সড়ক

বিএনএ ডেস্ক: গাজীপুরে রাস্তা পার হওয়ার সময় সিটি করপোরেশনের ময়লা ফেলার গাড়ির চাপায় এক নারীশ্রমিক নিহত হয়েছেন। এতে উত্তেজিত জনতা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছেন। এ সময় তারা বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করেছেন।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে মহানগরীর কুনিয়া তারগাছ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এই রিপোর্ট লেখা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

নিহত ওই নারীশ্রমিকের পরিচয় এখনো পাওয়া যায়নি। তার মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি স্থানীয় একটি কারখানায় পোশাক শ্রমিক হিসেবে কাজ করতেন।

স্থানীয়রা জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কুনিয়া তারগাছ এলাকায় রাস্তা পারাপারের সময় সিটি কর্পোরেশনের গাড়ির ধাক্কায় এক
নারীশ্রমিক মারা যান। এরপরে উত্তেজিত শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে রাখেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ কামাল হোসেন হোসেন বলেন, রাস্তা পার হওয়ার সময় সিটি কর্পোরেশনের ট্রাকের ধাক্কায় এক নারীশ্রমিক নিহত হয়েছেন। এতে উত্তেজিত শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে রেখেছেন। এছাড়া, তারা বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করেছেন।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ