17 C
আবহাওয়া
১০:০৪ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৮, ২০২৪
Bnanews24.com
Home » চীনে আবাসিক ভবনে আগুন, নিহত ১৫

চীনে আবাসিক ভবনে আগুন, নিহত ১৫


বিএনএ, বিশ্বডেস্ক : চীনের পূর্বাঞ্চলে নানজিংয়ে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৫ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও ৪৪ জন। খবর এএফপি।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে দেশটির কর্মকর্তারা বলেছেন, নানজিংয়ের ইউহুয়াতাই জেলায় শুক্রবার ভোরে এ অগ্নিকাণ্ড হয়েছে। ভবনের প্রথম তলায় আগুনের সূত্রপাত হয়। সেখানে ইলেক্ট্রিক বাইক রাখা ছিল।

কর্মকর্তারা আরও বলেছেন, স্থানীয় সময় সকাল ৬টায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং তল্লাশি ও উদ্ধার অভিযান শেষ হয় শুক্রবার দুপুর ২টা নাগাদ। দেশটির জরুরি পরিষেবা জানিয়েছে,  আগুন নেভাতে ২৫টি আগুন নির্বাপক ট্রাক কাজ করে।

আহত ৪৪ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শহরের মেয়র চেন ঝিচ্যাং হতাহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং ক্ষমাও চেয়েছেন।

চীনের আগুন ও অন্যান্য কারণে দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে। মানহীন নিরাপত্তা ও দুর্বল প্রয়োগ ব্যবস্থার কারণেই মূলত এসব দুর্ঘটনা ঘটে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ