31 C
আবহাওয়া
১:২২ অপরাহ্ণ - আগস্ট ৩, ২০২৫
Bnanews24.com
Home » বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু


বিএনএ, ঢাকা: রাজধানীর হাজারীবাগের একটি বাসায় বালতির পানিতে পড়ে আনিসা নামে এক বছরের শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।

নিহত শিশুর বাবা অ্যাডভোকেট সাইদর রহমান জানান, রাতে ঘুমানোর জন্য আমার স্ত্রী মশারি টানাচ্ছিল। ওই সময় কোনো এক ফাঁকে আমার মেয়ে গোসলখানায় গিয়ে বালতিতে পড়ে যায়। মেয়ের কোনো সাড়াশব্দ না পেয়ে গোসলখানায় গিয়ে দেখি বালতির পানিতে পড়ে আছে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, আমাদের গ্রামের বাড়ি নেত্রকোনা সদর উপজেলার কুমারপুরে। হাজারীবাগের বিডিআর এক নম্বর গেট সংলগ্ন এলাকায় একটি বাসায় ভাড়া থাকি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। কোনো অভিযোগ না থাকলে স্বজনের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

বিএনএ/ আজিজুল, ওজি

Loading


শিরোনাম বিএনএ