বিএনএ, ঢাকা: রাজধানীর তেজগাঁও থানাধীন কাওরান বাজার এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ফারুক হোসেন (২৬) নামের এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত আড়াইটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী ফিরোজা বেগম জানান, তার স্বামী পেশায় ভ্যানচালক। গতরাতে ভ্যান নিয়ে পান্থপথের দিকে যাওয়ার সময় দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ দম্পতি কাওরান বাজার রেলওয়ে বস্তি এলাকায় থাকতেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
বিএনএ/ আজিজুল, ওজি