25 C
আবহাওয়া
৩:৫৯ অপরাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » ঢাকায় এসে পৌঁছেছে ইংল্যান্ড ক্রিকেট দল

ঢাকায় এসে পৌঁছেছে ইংল্যান্ড ক্রিকেট দল

ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক: টাইগারদের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ খেলতে বাংলাদেশে এসে পৌঁছেছে টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। তিনটি ওয়ানডের সঙ্গে তিনটি টি-টোয়েন্টি খেলতে শুক্রবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান জস বাটলার-মঈন আলিরা।

আজ সারাদিন বিশ্রামের পর আগামীকাল (শনিবার) সকালে মিরপুরের একাডেমি মাঠে এই সফরে প্রথমবারের মতো অনুশীলন নামবেন ইংলিশ ক্রিকেটাররা। আগামী ১ মার্চ থেকে মাঠে গড়াবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। আর ৯ মার্চ থেকে শুরু হবে দুই দলের টি-টোয়েন্টি সিরিজ।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ