20 C
আবহাওয়া
১:১২ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৭, ২০২৪
Bnanews24.com
Home » ইউক্রেনে রাশিয়ার হামলা : সীমান্ত খোলা রাখার আহ্বান জাতিসংঘের

ইউক্রেনে রাশিয়ার হামলা : সীমান্ত খোলা রাখার আহ্বান জাতিসংঘের

সীমান্ত খোলা রাখার আহ্বান জাতিসংঘের

বিএনএ, ডেস্ক : জাতিসংঘের শরণার্থী সংস্থা রাশিয়ার আগ্রাসনের মুখে ইউক্রেনের অবনতিশীল পরিস্থিতি সম্পর্কে একটি সতর্কতা জারি করেছে । প্রতিবেশী দেশগুলিকে বেসামরিক নাগরিকদের জন্য সীমান্ত খোলা রাখার আহ্বান জানিয়েছে তারা।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি এক বিবৃতিতে বলেছেন, “আমরা ইতিমধ্যেই হতাহতের খবর দেখেছি এবং নিরাপত্তার জন্য মানুষ তাদের বাড়ি ছেড়ে পালাতে শুরু করেছে।”

এদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সামরিক অভিযান চালানোর ঘোষণা দেওয়ার পর ইউক্রেনের কয়েকটি শহরে রুশ বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইউক্রেনে রুশ হামলার প্রথম ঘণ্টাতেই ৪০ ইউক্রেনীয় সেনা ও ১০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে দাবি করেছে কিয়েভ।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ