20 C
আবহাওয়া
১:২০ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৭, ২০২৪
Bnanews24.com
Home » ইউক্রেন হতে বাংলাদেশি যুবকের ভিডিও বার্তা

ইউক্রেন হতে বাংলাদেশি যুবকের ভিডিও বার্তা

ইউক্রেনে বাংলাদেশিরা উদ্বিগ্ন

বিএনএ ডেস্ক : ইউক্রেনে একযোগে তিন দিক থেকে হামলা শুরু করেছে রাশিয়া। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে বেলারুশ, রাশিয়া ও ক্রিমিয়া সীমান্ত এলাকা দিয়ে একযোগে হামলা শুরু করেছে রুশ সেনারা।
ইউক্রেনের বর্তমান পরিস্থিতি নিয়ে একটি ভিডিওবার্তা পাঠিয়েছেন সেখানকার খারকভ শহরে বসবাসরত এক বাংলাদেশি। ভিডিওবার্তায় ওই প্রবাসী বাংলাদেশি সেখানে পূর্ব ইউক্রেনে বসবাসরত সব বাংলাদেশিকে পশ্চিম ইউক্রেনে দ্রুত সরে যেতে অনুরোধ করেছেন।

তিনি বলেন, ‘এখন ২৪ ফেব্রুয়ারি ২০২২ সাল। আমি ইউক্রেনের খারকভ শহর থেকে বলছি। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যে সংকট চলছিল তা এখন আরও সিরিয়াস অবস্থায় দাঁড়িয়েছে। আজ ভোর ৫টা থেকে ইউক্রেনের পূর্বাঞ্চল থেকে বিভিন্ন জায়গায় যুদ্ধ শুরু হয়ে গেছে। আমার বিনীত অনুরোধ খারকভ এলাকায় সেসব বাসিন্দা রয়েছেন, তারা সাবধানে থাকবেন, শিক্ষার্থীরা নিরাপদ স্থানে থাকবেন। সুযোগ পেলে পূর্ব ইউক্রেন থেকে পশ্চিম ইউক্রেনে চলে যাবেন। গতকাল (মঙ্গলবার) ইউক্রেনের সময় রাত ১১টায় বাংলাদেশ অ্যাম্বাসির সঙ্গে একটা মিটিং হয়েছে। বাংলাদেশ অ্যাম্বাসি থেকে বলা হয়েছে— সবাই যেন সেফ জোনে চলে যায়। কেউ যেন দেরি না করে। আপনারা যারা খারকভ শহরে আছেন, ওডেসা ও সুমিতে যেসব বাঙালি আছেন তারা যেন দ্রুত পশ্চিম ইউক্রেনে চলে যায়। আমাদের জন্য দোয়া করবেন, আমরা সবাই যেন নিরাপদে ও সুস্থ্য থাকি সেই কামনা করবেন। আল্লাহ হাফেজ।’

তিনি ছাড়াও ইউক্রেনের বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশিদের অবস্থা নিয়ে তথ্য দিয়ে দেশটির রাজধানী কিয়েভের বাসিন্দা প্রবাসী বাংলদেশি মাহবুব আলম।

এদিকে যুদ্ধ বাধার শঙ্কায় ইতোমধ্যে বিভিন্ন দেশ ইউক্রেন থেকে তাদের নাগরিকদের সরিয়ে নেওয়া শুরু করেছে।  ভারতও সেখানে বিমান পাঠিয়েছে তাদের নাগরিকদের ফিরিয়ে আনতে।

এ বিষয়ে পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন বলেন, ইউক্রেনে বসবাসরত প্রায় পাঁচশ বাংলাদেশি তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং তারা চলে যেতে চাইলে তাদের কী ধরনের সহায়তা দেওয়া যাবে, তা নিয়ে তারা ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছেন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ